অমূল্য রতন খোঁজে মধুকবি এসে,
বিশ্বের মধুর ভাষা খুঁজে পায় শেষে,
অতল সলিলে ডুবি। শত সবুজের
রক্তের বদলে ভাষা, নিজ অস্তিত্বের
লড়াইয়ে - হলো জয়ী। বিশ্ব দরবারে
স্বীকৃত মধুর ভাষা সুমধুর স্বরে
নবরূপে। আক্রমণ তবু দেয় উঁকি
আপন সন্তানই যে - আজ মস্ত ঝুঁকি।


চমকে ঠমকে নেই ভাষার স্বীকৃতি।
শহীদের অমরত্বে মনে জাগে ভীতি
দেখে যাপিত জীবন। জল দৃষ্টি কোণে!  
মাতৃভাষা লজ্জা পায় বিপথ গমনে
অনিবার। ভাষা দেখি খায় লুটোপুটি।
কাণ্ডারি, বেলা থাকতে ধরো বজ্রমুঠি।।