(accrostic format এ রচিত)


আর যদি এই বাঁশি নাই বাজে,
রইবো ঠিক জেনো তবু কাজে,
যন্ত্রে সুর  যেমন  করে  সাজে।
দিয়ে  যেতে  চাই  পূর্ণ  আলো,
বাঁধ মেনে মেটে না তো কালো,
শিথিলতা হয়তো  তাই ভালো।
নাও  বেয়ে   যেতে  চাই   দূরে,
বাজে   বীণা   মনের  আধারে,
জেরবার   হই   ও  কাঁটাতারে।