পাহাড়ের কাছে গেলে তুলে রাখ তবে
কিছু নুড়ি, রেখে দিও বাছাবাছি করে ;
তাকে যত্ন সহকারে। একদিন  ভোরে
সূর্যোদয়ের  প্রাক্কালে মন বলে দেবে,
কাকে রাখা প্রয়োজন। ঘেঁটেঘুঁটে খনি,
শেষমেশ   জীবনের   শূন্যতা  পূরণে,
পূর্ণতার  থে‌কে   কিছু  অমৃত  ক্ষরণে,
ভরে   নিও   অজানার   মৃৎপাত্রখানি।


পরহিতে   দান  করা  তখনি  সম্ভব-
জলাধারে ঠিকমতো জল যদি থাকে,
নইলেই  সব  বৃথা!  শুধু  হাঁকডাকে,
ছোটাছুটি করে জেনো হবে না উদ্ভব
পুতুলের হাত  ধরে মিছে কেরামতি!
নুড়িগুলো সাজানোই  অগতির গতি।