দুঃখে ছিলাম ভালোই ছিলাম
গেলাম সুখের পিছে,
সুখের চাবি রইলো দাবি
শান্তি গেলো ঘুচে!


বেশ কিছুটা সময় গোটা
চিত্র সামনে রাখি,
তেলা বাঁশে উঠতে শেষে
পিছলে পড়তে থাকি!


সর্বনাশের কালো ফাঁদের
এদিক ওদিক ঘোরা,
বিপদ বুঝে গাড্ডা খুঁজে
লুকিয়ে পড়ে ওরা।


বোকার মত নিজের ক্ষত
সাজিয়ে নৌকো চলে,
সুখের চাবি কোরো না দাবি
আসবে সময় হলে।