তুঘলকি অশরীরী দৃষ্টিতে,
ঘুরেফিরি ছায়াময় সৃষ্টিতে,
ভিজেমরি অবিরাম বৃষ্টিতে,
তুঘলকি অশরীরী দৃষ্টিতে।


দূরে শোনো বাজে কোনো ঝঙ্কার,
রঙলাগা ধনুকের টঙ্কার,
মোহময় ঝড় তোলে কৃষ্টিতে,
তুঘলকি অশরীরী দৃষ্টিতে।


ক্রমাগত আয়ুহীন ইন্ধন,
একত্রে খুলে দেয় বন্ধন,
জাগৃতি পেয়ে যাই সুখসাথে,
ভয় কিবা অশরীরী দৃষ্টিতে।