হোমাগ্নিতে ঘৃত ঢেলে-
বিশেষ কোনো মাহেন্দ্রক্ষণে,
আসন সামান্যই টলে;
পূজা যায় পুজো অবসানে।


দীর্ঘ প্রতীক্ষার নজরে
মনের মঙ্গলদীপের চাওয়া,
ভুলে যেতেই হবে! শিয়রে,
কতটুকু রেখে এই যাওয়া?


জীবনের ভার বইবার
এটা বলা নয় বেশী হওয়া,
বিদায় ব্যথা সইবার
মতো প্রস্তুতি তারই দেয়া।


যাবার সময় বলে গেল-
আমার আসাও বারংবার,
নিষ্প্রভ এই মন পেলো,
যখনি যেমন আলো দরকার।