যদি কিন্তুর ভীড়ে হারিয়ে যাচ্ছে
অনবরত  অনেক ভাবনা প্রায় প্রতিদিনই
যাদের কেউ অন্তত কম ছিলো না
এতটুকুও কারোর তুলনায়,
না মেপেই বলা যায়...


বুদ্বুদ সৃ‌ষ্টি করতে না পেরেই
আজ ওরা সবই অপসারিত হয়েছে একে একে
এখনো চেষ্টা করলে পাই পুরোনো কঙ্কাল
একসময় যা কিন্তু সজীবই ছিলো...


সত্যি বললে তো বলতে হবেই
অনেক ঘটনা আছে আলোড়িত না হলেও
রীতিমতো গভীর কোনো খাদে
জীবনের কাছাকা‌ছি লুকিয়ে বেশ বাড়ে,
অযাচিত আগাছার মতই...


চালচিত্রের পুনর্মূল্যায়নে অবসর জীবনটা দেখি
নিত্যনিয়মিত সেই মালাই গাঁথে অবিরত
যেখা‌নে আমি আমাকে খুঁজে না পেলেও
অস্তিত্বে বুঝিনা, তেমনটি নয়...