.        


         কাশবনেরই কাছাকাছি,
         মন তুফানে আমরা নাচি।
তুলট মেঘে বর্ষা বিদায়,শরৎ এলো ভাই ,
         ভোর আকাশে শিউলি তুলি,
         ভরাই পূজার সাজিগুলি।
আগমনীর সুর ভাসতে - আর তো দেরী নাই।


          দানবদলনী মা গো তুমি,
          জাগাও আমার পূন্য ভূমি।
সুর - অসুরে তফাৎ বুঝে আমরা বাঁচবো আজ,
          পথ তো তুমি দেখালে মাগো ,
          দানব বধে সকলে জাগো।
পিছু না ফিরে, এগিয়ে চলো-করতে নিজের কাজ।