গোলাপ থাকলে সাথে থাকে কাঁটা,
তবু ছড়ায় গন্ধ।
হয় পায় সুখ, বা কপালে খোঁটা!
ভাল নয়তো মন্দ।।


দোষ কারো নয় বিচারের ধারা ;
মূল শিকড়েই গাঁথা।
তালেমিলে সব, দুয়ে দুই ছাড়া!
চাই কিছু মানবতা।।


ভাববে যখন - টবের চারায়,
সার যোগানোও কাজ।
গোলাপ কুসুম দেখো স্বেচ্ছায়,
গন্ধে ভরাবে গাছ।।