আমাদের টিউবলাইটগুলো যদি জ্বালাই
কিছুটা বাদেই শুরু হবে টিকটিকির লড়াই
কেউ দেয়না সূচাগ্র মেদিনী
লেজ খসে যায় কখ‌নোবা হালে পায়না পানি
তাও যুদ্ধ! পরোয়া না করার ভাব নিয়েই...


তৃতীয় বিশ্বে কখ‌নোবা হানা বেখেয়ালে
টক টক আওয়াজ মনে কাঁপন তোলে
'শুনছো, টিকটিকিও সত্যি সত্যি বললো
দোহাই তোমার ধান্দা ছেড়ে এগিয়ে চলো'
এভাবেই সংক্রমণ বেড়েই চলে ...


টিউবের চোকগুলো সামান্য তালকানা
ভোল্টেজের কারচুপির কথাও জানে না
হঠাৎই মাঝ রাস্তায় ফুস
টিকটিকির ভয়ে বুকে দুরমুশ
যখন আলো এলো, রাফাল নজরে এলো না...