কাকভোরে স্নান সেরে পূন্যবান হওয়াটা
মোটামুটিভাবে রেওয়াজ বলা চলে,
পাপের কারখানায় সারারাত হানাহানি
আর সারাদিন রুজির দৌলতে
সত্যকে এড়িয়ে চলার পরেও,
একবুক গঙ্গাজলে নেমে একটু সূর্যপ্রণাম...


নিজের উন্নতি হোক বা নাই হোক
কিছু মানুষের নজরে তো আসে,
তাই বা মন্দ কীসের?
একজনের থেকেই দশজনের চোখে
এভাবেই প্রচার চলে মুখ হতে মুখে,
আর একসময় আমিও হাওয়ায়...


দুনিয়া চলছে প্রচার মহিমায় পুরোদমে।
তাই এখন আর চিন্তাও করিনা;
তোমরা যেখা‌নে বসাচ্ছো আমাকে
তারজন্যে কতটা যোগ্যতা আছে আমার,
এমনি করে কখন যে সূর্যপ্রণাম উন্নীত হয়
জীবনের গল্পে ? সে আর এক নতুন অধ্যায়...