সময় মতো নজর না দিলে পরেই-
ভাত গন্ধ ছড়ায়, উথলে পড়ে যায়,
কখনো হাঁড়ির চারদিকে এলোমেলো,
কখনো বা পুড়ে ছাই -সময় তফাতে।


অথচ সময় মাপার যন্ত্র নেই আজো,
উদাসীন পায়ে শুধু পথচলা কাজ।
ইচ্ছে মত আলমারি সাজানো যায় না,
লকারেও রাখা অসম্ভব; বাঁচলে তো!


আজ বয়স বেড়েছে দৌড়াতে পারি না,
সিনিয়র সিটিজেনশিপ সে মানে না।
তাই সেও আমার কাছাকাছি নেই,
তবু সময় সাগরে ডুবতেই হবে।


দূরে না রেখে তখন বুকে টেনে নেবে!