কলমের গোড়ায় বসে আমি
এখনো কাদাছেনে যাই।
সেখানকার ফুলগুলো কখনো
পুজোর কাজে লাগবে কিনা,
জানি না কিছুই, তবু অভ্যাস ...


চারদিকে ভরা জঞ্জাল বলেই,
গাছের হলুদ পাতায় পুরু আস্তরণ।
হেমন্তের ঝড়ে ওদের উড়িয়ে দিতে চাই,
ভেসে যাক সব অজানা ঠিকানায়।
পোড়ানোর কাজে, লাগুক অন্তত।


শীতের পরশে কনকনে ঠাণ্ডায়,
সরীসৃপেরা নিশ্চিন্ত বিশ্রামে এখনও।
এটাই তো সঠিক সময় পাল্টা আঘাতের,
আজও যদি স্বপ্ন দেখা শেষ না হয়,
নিজেকেই তলিয়ে যেতে হবে, শেষনাগ!


ডাকি বা নাই ডাকি - বসন্ত আসবেই,
নব কিশলয়ে জাগবে এই দিগন্ত আবার,
লাল কৃষ্ণচূড়ায় দেখব, রাঙা...বিদ্রোহ!!!
মাদলের দ্রিমি দ্রিমি দামামার তালে...।
যত্নে কলম গোড়াতে আজো খুরপি চালাই...


* আকস্মিক দুর্ঘটনায় হাসপাতালে। কারও
মতামতের জবাব দেবার অবস্থায় নেই।


@    আপনাদের সকলের শুভকামনায় গত
২০/০২/১৮ তে বাড়ি হতে লিখছি। এখনো
১৫ দিন বিশ্রাম। তর্জনীতে ব্যথা এবং  ডান
হাতেও আঘাত। তাই এখনও আসরে আসা
সম্ভব হচ্ছে না।