বেচেছি গতর জঠর জ্বালায় মুছেছি চোখের জল,
বেচতে বলো না বাঁচার লড়াই ওই শেষ সম্বল।


হায়েনার মত হাসছো থেকে অন্ধকারে,
বাঁচার পথের দরজা দিচ্ছ বন্ধ করে।
কিনছো নিলামে শ্রম মজুরী
হয়ে সব একদল।
ভেবেছ কি কারো আঘাতে তুমিও
হতে পার টলোমল?
বেচতে বলো না বাঁচার লড়াই ওই শেষ সম্বল।


ঘর ফাটানো বট-অশথের মতোই জেনো,
বাড়ছি আমরা সামনে রেখে লড়াই কোনো।


বাড়ছি আমরা থেকে কোন অন্তরালে,
কিস্তি মাতের আশায় বসে দাবার চালে।
বেচিনিতো তাই শেষ হাতিয়ার
রক্তিম উজ্জল,
শেষের লড়াই লড়তে চলেছি
একতাই সব বল।
বেচতে বলো না বাঁচার লড়াই ওই শেষ সম্বল।