আকাশগঙ্গা জল থইথই
নাচছে বাস বা ট্যাক্সি ওই।
ভিজছে রাস্তা শপিং মল
দেখছে কানা নাচমহল।
মাথা নোয়াচ্ছে বহুতারা
তরজা চালু লড়াকু কারা?
কৃপার চোখেই নায়েতে ছৈ
রয়েছি জলেতে কোথায় থৈ?


পা বাড়ালেই কেবল ঢেউ
নেকনজরে লাগছে ফেউ।
জলতে বাস দুলকি যেন
'জল জমে না' বলছো কেন!
তিলোত্তমা কেঁদেই সারা
তাইতো দেখি ত্রাণের তাড়া।
আবারো নাচবে তা থৈ থৈ
ফিসফিসানি কিছু হৈ চৈ।


কলকাতা এক বন্দী কারা
দুদিন বাদে আসবে খরা।
বছর ঘুরবে এমনি ভাবে
নেতারা সব আসবে যাবে।
ভাগাড়ে শকুন উড়ছে ওই
তিলোত্তমায় নেই হৈ চৈ?
মাখনে বুঁদ নেশেল ওই
নেপোয় খাচ্ছে চুটিয়ে দই...