রাজনীতি করা             নেতারা অধরা
                নজর কাড়া,
ওই বুঝি - গরু,              রচনার গুরু
               কাঁপালো পাড়া।


ভুতুড়ে তন্ত্রে              গুপ্ত মন্ত্রে
             আঘাত লাগে,
মডেল নায়িকা       দিচ্ছেন ঠেকা
            বোঝে নি আগে!


ন্যাকার হদ্দ!         টাকার শ্রাদ্ধ-
             মনের সুখে,
জানলে বুঝিয়ে       লকেট বানিয়ে
             রাখতো বুকে ।


তপ্ত বুলেট             নয় বেয়নেট
           খুঁজছে ফাঁকা,
ময়দান হতে        রোজগার খাতে
             জমছে টাকা।


তেল খরচায়          দাম বেড়ে যায়
            পাচ্ছে  চোট!
কলম বা খাতা         বিকিয়েছে মাথা
            "মধুর জোট"।


দিন যায় চলে           সঠিকতা ভুলে
              ঘাঁটছে কাদা,
মনমতো হলে         সবাই তো বলে
             আস্তো গাধা।


জোট করা ভোটে      কত কথা ছোটে
              বাপরে বাপ,
কি মজার ঘোট?      ভাঙলেও জোট
             নেই তো পাপ।


মুরগির দরে           হিসেবটা ক'রে
           আসরে ফেউ,
জনমত "তাকে"    রাখে বা না রাখে
          ভাবে না কেউ!


বিস্মিত চোখে      ভোটারেরা দেখে
          মারছে ল্যাং,
ভোট যন্ত্রের             গনতন্ত্রের
           আজব ঠ্যাং!!!


        এবারের ভোট সাবাড়,
        সামনে বাদ্যি আবার!