মনে আছে কি সেই ধূর্ত শেয়ালটাকে?
খাবারের টানে যে গেছিলো নীলের গামলায়,
সবাই মিলে নাকানিচোবানির শেষে
ল্যাজটাও কেটে দিলো।


এরপরের কথায় নীল শেয়ালই হলো
একাধিপত্যে সেখানকার রাজা।
তবুও হুক্কা হুয়ায় জিগির তুলেই
পূর্ব দশায়,বেমক্কা...


এসবই কি গপ্পো মনে হলো?
রঙ বদলের নীতিতে আর
কেই বা বলো এখন পিছিয়ে?
তবুও বলব শেয়াল তো খাদ্য খুঁজছিলো...


কিন্তু এরা সবাই!!!


চাঁদের পাহাড় গড়ছে অনাবশ্যক
মানবতা বাজি রেখেও...
আমরা দর্শকের ভূমিকায় জানিনা
রইবো আরও কতকাল!!!