এখন আমি দাঁড়িয়ে আছি
              কাঁচ সাগরের পাড়ে,
চারিদিকের উতলা ঢেউ
           দুপায়ে আছড়ে পড়ে।


বহুবারই নজরে আসে
             ফসফরাসের আলো,
জোনাক জ্বলা ফেনিল শোভা
          কোথায় মিলিয়ে গেল?


খুঁজতে থাকি অসীম ছোঁয়া
             বালুচরে আজ একা,
মনের মাঝে বাঁশির সুর
          পাইনে তো তার দেখা।


এক লহরে উপচে পড়ে
             বালিতে গড়া সে অঙ্গ,
হতাশ হয়ে ভাবতে থাকি
                    তার মধুময় সঙ্গ।