শন শন করে বইছে বাতাস
কল কল সুরে নদী,
পাল তুলে দেখ চলছে তরনী
ঠিকানাটা জানো যদি,
জানিও বন্ধু একবার শুধু জানিও আমারে।


বন বন করে ঘুরছে পৃথিবী
সংযম নিয়ে চাঁদ,
মনটাকে যদি পার গো বাঁধতে
পাও নতুনের স্বাদ।
দেখিও বন্ধু একবার শুধু দেখিও আমারে।


উন্মন মনে ছুটছে জীবন
আয়ু ফুরানোর দিকে,
ফুরাবে যখন লাভ কি তখন
বাকি জীবনটা থেকে?


পলে পলে শেষ সময় বিশেষ
সংযত করে যদি,
গড়তে পার গো ধাবমান কোনো
শুধু সময়ের নদী,
চিনিও বন্ধু একবার শুধু চিনিও আমারে।