তারার মাঝে নতুন তারা,
বাঙালীয়ানা জীবন ভরা,
দৃপ্ত কণ্ঠে হিসেবে ধরা,
স্বাধীনতার সচল ধারা।


"বাংলা আমার মাতৃমন্ত্র-
রক্ত দিয়েই করব যত্ন"
- বঙ্গবন্ধু! বঙ্গরত্ন।
শতবর্ষেও অমোঘতন্ত্র।


হায় রে মানুষ! কী বিস্মৃতি!
দেখেছিল, শেষে সহযাত্রী -
এনেছিল ডেকে অমারাত্রি,
জীবদ্দশায় কালোরাত্রি।


হৃদ মাঝারে বইলে শ্বাস,
ভুলি কেমনে সে ইতিহাস,
স্বাধীনতাই আনে বিশ্বাস,
বঙ্গবন্ধু - বঙ্গের রাশ।


***শতবর্ষে বঙ্গবন্ধু