বিজলী দীপ্তি ছিলো দুচোখের তারায়
যেখানে পলকে ঝলক আগুন ঝরে
ক্ষমতা কি তাকে দহন থে‌কে বাঁচায়?


অনিমেষে চোখ আলো দিয়েই আঁকে
খেলাঘর দেখি রয়ে গেল বহুদূরে
খুঁজতে জীবনেরে, মরণ বাজি রাখে।


বিষম আবেশে তারা গোনার এই দিনে
খোলা বারান্দা কেবলই ব্যঙ্গ করে
হলোনা যাওয়া সঠিক পথটি চিনে।