তোমার চাবুক যখন যন্ত্রনা দিত,
একা একা চলে যেতাম তিস্তার কোলে,
সেখান থেকেই আমার হারানো শুরু...
কি উচ্ছ্বাস! যেন মাদলীয়ার নাচ!
নাচন তালে তালে দুধ উথলে গেল .....


সুখে ছিলাম আদরে...তবু ভয় কেন
চাবুকের থেকে বেশী?  কিন্তু কার ভয়...
ফিরে এলাম। আজ, স্বপ্ন গড়ো...ভাঙ্গো...।
পাশের থেকে দেখি।  তুমি দোষ ধরো নি...
ক্ষমা করে দেবীর আসনে বসিয়েছো...


আমি তো এত সম্মান চাই নি কখনো,
তোমার নয়া চাবুক আঘাত করে না...
সেটাই কষ্ট। রাতে কুয়োর জলে ভিজি,
বোঝো না...। মন আঘাতের প্রত্যাশী।
আমি শুধু  নিস্প্রভ এক বারান্দা...


ঘর ছাড়া তো নয়, তবুও ঘরে নয়...