এক‌ বাড়ি, এক‌ পাড়া বা একটা গ্রাম
বেড়ে বেড়ে শহর, দেশ কিম্বা পৃথিবী
সব আলাদা তাও এক মরজগত...


ইহজীবন একে সমস্যা থাকতো না,
দোলা ছাড়া মানুষ ক্লীব, জড়ভরত!
আগুপিছু ভাব হতে হয় নিরপেক্ষ...


সমাধানের পথে  মহামানব আসে!
শৃংখলাবদ্ধ জীবনের থে‌কে কেউ
সে মতমতো অগ্রসরও হতে থাকে ...


ভীড় বাড়তেই তা হঠাৎ পথভ্রষ্ট!
ভুলে যায় দ্বন্দ্বে বিভ্রান্তির ইতিহাস।
পরিস্থিতি যানজটে, কিছুই ভাবে না...


পথে হতে পথ যেন বাগানের মত,
তারপরে আরও আরও  সব পথ,
তবু সব পথ এক  সাগর কিনারে ...


যেন ঢেউয়ে ভাঙ্গাগড়া বালুর স্তুপ।