বর্ণ উচ্চারণ বিধি


- সুমিত্র দত্ত রায় দ্বারা সংগৃহীত


অ,ক-বর্গ, হসন্ত , হ ; কণ্ঠে উচ্চারণ,
ই ,চ-বর্গ, ড়, শ ; করে তালু পরশন।
ঋ, ট-বর্গ,ঢ়, ষ ;ধ্বনি পায় যে মূর্ধায়,
লি,ত-বর্গ,র,স; জানি দন্ত ছুঁয়ে যায়।
উ,প-বর্গ ; উচ্চারিত ওষ্ঠো ও অধরে,
'এ'  আর  'ঐ' আসে  কণ্ঠ তালু ধরে।
ও, ঔ;  কণ্ঠ-ওষ্ঠে,দন্তষ্ঠো  'ব'  কার,
চন্দ্রবিন্দু   নাসিকায়   আর  অনুস্বার।
বর্গের   পঞ্চম   বর্ণ উচ্চারিত  নাকে,
বিসর্গ  আশ্রয়ভাগী  যার  তরে থাকে।


*****1964 খ্রীষ্টাব্দে আমি ব্যাকরণ
বই হতে লেখাটি স্মৃতিবদ্ধ করেছিলাম।
কার লেখা জানি না। মনে হলো কারও
কাজে লাগতে পারে।লিপিবদ্ধ করলাম।




******************************
সরস্বতী বন্দনা (সংশোধিত)


মাঘী শুক্লা পঞ্চমীতে দেবী সরস্বতী
হংসরথে অধিষ্ঠিতা। ধবল বসনে
বীনা ঝঙ্কারিয়া মাতা - কমল নয়নে
ধরায় এসেছে আজ। মহা পূন্য তিথি! 
তোমারই বরপুত্র  মূর্খ কালিদাস-
বিক্রমাদিত্যের মত জ্ঞানীর বিশ্বাসে
নবরত্নে ঠাঁই পায়, তব শুভাশীষে। 
কবির কবিতা আজো প্রাণের প্রকাশ।


ব্রহ্মার সঙ্গিনী দেবী , দীপ্ত আলো জ্বালি-
জ্ঞান রশ্মি দিয়ে মাগো জাগাও বিশ্বকে;
হংস ব্রহ্মার প্রতীক, জানে সর্বলোকে। 
তাঁর বলে বলীয়ান ; দেহ পদধূলি।
পূর্ণতা চাইনা মাগো শূন্য করে দাও,
তব আশীর্বাদে সেই শূন্যতা ভরাও।


******************************