শুনছো? মা বলেছে এখন  
        আমি বড় হয়ে গেছি ,
রাস্তা দিয়ে যাবার সময়ে
           কক্ষোণো না নাচি,
কি জানি? তেমনই তো আছি,
তবু নাকি বড় হয়ে গেছি।


এবার তুমি আমায় নিয়ে
          লেখ না এমন লেখা,
যে লেখায় যাবে না আর
           ছোট্টবেলাটা দেখা,
রক্ষে কর,পাক্কা হলে বাঁচি,
জানোই তো বড় হয়ে গেছি!


এখন যারা আড়াল থেকে
       লুকিয়ে আমায় দেখে,
বোঝেনা তারা কড়া নজর
        তাদের ওপরে থাকে,
নজর কিছু বদলেই নিয়েছি,
আরে বাবা বড় না হয়ে গেছি।


যখন তুমি মেয়েবেলায়,
রাখতে খালি অবহেলায়;
আমি ভীষণ রেগে যেতাম,
মাঝে মাঝে মনে ভাবতাম-
কিছু স্বপ্ন নিয়েই না হয় বাঁচি!
যাতে বল, আমিও বড় হয়ে গেছি।


আজ আমি বড় হলেম সত্যিই!
তবুও  কেন ভাব  একরত্তি?
উঃ হুঃ, মোটেই মানবো না সে,
সত্যি বলেই তুমিও পাশে ,
বাঃ!  আমি না বড় হয়ে গেছি,
প্রায় সবার একদম কাছাকাছি।


কিন্তু আসল ব্যাপার হলো,
ছোট্ট ছিলাম ভালোই ছিলো,
বলোতো কেন হলাম বড়?
এখন তো আর চাইলে পরও,
আসতে পারিনা তোমার কাছাকাছি।
মা বলেন যে, আমি বড়ো হয়ে গেছি।