কবে ছাইভস্ম ঘেঁটে সোনার খোঁজ শুরু,
মনেও পড়েনা। অনেক জল গড়িয়ে গেছে,
শান্তি মেলেনি, মেলেনি সোনা একদানা।
তবু খানিক অভ্যাসের ডানায় ছোটাছুটি।


একদিন এক পাগল কবি বলেছিল হেসে,
" আমরা সবকিছু গভীরভাবে ভালোবাসি,
কিন্তু গভীরতার মূল্যায়ন ঠিক জানা নেই "
সে পাগল হলে আমরাও কী পাগল নই?


এভাবে চলতে চলতে চলা হারাবে যেদিন,
একটুকরো মনের কোণও কি মিলবে না?
সেই কোণে রেখে দেব অজস্র ছেঁড়াপাতা,
ঘুম এলে ঘুমিয়ে যাব কোলে মাথা রেখে।


যদি ঘুম ভাঙে, দেখবো সব বসন্ত রঙিন।


(বোধ,বিমল)