আড়াল থে‌কে আয়নাটা ভালো লাগলেও,
সামনে কেউ আয়না ধরলেই,
দিশেহারা হই।
দীর্ঘ পথ পেরিয়ে মুক্তো না পেলেও,
কারও নসিবে শিকে ছিড়লেই,
জল থই থই।


অজানা ভীড় হতে যদি কেউ পথচলে,
অন্তে তাদের প্রণাম জানাই,
কৃতজ্ঞতাই।
নাটকে কুশীলবেরা আজো যেন বলে,
তারা চরিত্র! কারণ ছাড়াই -
দৃষ্টি হারাই।


পিচ্ছিল ও পথগুলো পেরোতে গেলেই,
টালমাটাল দেহের গতি নেই,
চমক পথেই।
জীবনে চলার পদক্ষেপগুলো যেন ভুলেই ,
ডাক দিয়ে যায় শিশির ছুঁয়েই,
ছোট্ট মনেই।