হ্যামেলিন শহরের বাঁশিওয়ালার দেখা
যদি মিলতো একবার,
বলতাম হেমলকের কাপে আজ অজস্র চুম্বন,
আজ আর কেউ তোমাকে প্রতারণা করবে না!
সবাই যে যার গৃহমুখী, সময় নেই, স্তিমিত আলো।


রোমের আগুনে আজ আর বাঁশি বাজানো
সেই নিরোকেও ছাড়ছে না ওরা,
দেখছে না কুমারী বা রাজকুমারীর ফারাক,
সেবাব্রতের মর্যাদাটুকুও বা দিচ্ছে কোথায়?
নিঝুমপুরীর রাজকন্যার ঘুম ভাঙবে কবে আর?


আরোআরো ছাড়োছাড়ো দুঃসহ সময় এবার।