কবিতা মেলার              পদক দেদার  
           সুযোগ সুবিধা দিশি,
নগদ ছাড়লে,           লেখা রসাতলে!
          দাদা, থাকে হাসিখুশি।


কাব্যতীর্থ                     শিরোপা চিত্ত
           ভরপুর করে জানি,
জানিনা কে কারে          বিঁধছে শিকারে
         দিলো যে, সে কত জ্ঞানী!


চিকিৎসকেরা              ধোঁয়াশায় ঘেরা
            তাদের বাক্যে মেতে,
সঠিক যা জানি             বিচারের বানী
             ভুলে যাই নীরবেতে।


অদ্ভুত হায়!                টাকার খেলায়
            কলম হলো নিঃস্ব,
খুইয়ে বেবাক              বাজালেই ঢাক
          সাড়া কি দেবে বিশ্ব?