যেসমস্ত মূহুর্তগুলো হারাতে বসেছি
কেউ কম ছিলো না কারো তুলনায়
অগোছালো জীবনটা অবসরে ছেড়ে
তবুও সবই আজ অনায়াসে অবলুপ্ত
নিয়মনীতি মেনে,পূর্ণ আস্থা রেখেই...


আচমকা উথলে পড়া প্রেম প্রীতির
পালতোলা নৌকো চড়ে আটকেছে;
জোয়ার প্রতীক্ষাতে শুধু কালগোনা
নাব্যতা কমায় টানের জোর কমই
অপভ্রংশ জীবনও প্রায় বেলাশেষে...


সেয়ানা হয়ে ওঠা বাড়বাড়ন্ত মাঝে
ধস নেমে প্রচণ্ডই উৎপাতের নজীর
হায় ছায়াবৃতা ধরিত্রী! তুমি কেমন
গুম মেরে গেছো।অন্তবিহীন ক্লান্তি
মানবতার ভেকধরে,ব্যস্ত জুয়াতেই...