অতীত স্মৃতি জাগায় গীতি
ঘুরেফেরে এক বৃত্তে,
খনন সেরে খুবলে মরে
চলে যায় নানা শর্তে।


ভাবতে ভাবতে ভাবনা খাতে
বাড়লে সুষম গতি,
জবাব আসে নদীর গ্রাসে
'অপক্ক খেলা ক্ষতি।'


একবার তাই ছুটে চলে যাই
নব রাজত্ব পাটে,
ভাবীকাল তায় নীরব কথায়
পথ দেখিয়েই হাঁটে।


সেখানে আর পথ হারাবার
উপায় করেনা হেলা,
তাই জবাবে নিত্য ডুবে
চলে অভিজ্ঞ খেলা।