এসেছিলে এই ভেবে,
ঘুমটা ছুটিয়ে দেবে,
হাজার মশাল তাই
জ্বালিয়ে দিয়েছ আজ।
ফোটা ফুল এক ঝুড়ি,
নাকে দিয়ে সুড়সুড়ি,
চোখটা না খুলতেই,
পালাও রেখে সে সাজ।


কেন এলে কেন গেলে,
হিসাব কী আর মেলে,
দিনের নাগাল ছেড়ে
ধরেছো নিজের কাজ,
সময়ে ঘুম ভাঙেনি,
ফাঁকাই পড়ে সরণি,
বুঝতে পারিনি কত
নয়ন তারার লাজ?


কবে দিন যায় বায়ে,
তরী পাল ছিঁড়ে নায়ে,
কেনই বা এই ভবে
হারিয়ে ফেলেছি তাজ?
শীতে কেন দেহ কাবু,
বন্ধ হয়েছে তাঁবু,
মায়াভরা এই দেহে
নেই কোনো ঋতুরাজ।