তবু ওই ভাঙনের ঘনঘটা
নদী তীরে চলছিলো,
তাবুতেই থাকা পরিবারগুলো
শুধু জোড়াতালি দিলো।
ছাউনি মাথায় থেকেও চিন্তায়;
অস্তিত্ব না মুছে যায়!


এতটুকু দয়াও নদীর প্রাণে
বুঝি সইলো না ধাতে,
অনবরতই তলিয়ে চলছে
ভাঙনের হেফাজতে,
প্লাবিত জলের তোড়ে চারপাশ,
চোখেতে ভিসুভিয়াস।


আর কেউ রইলো না অপেক্ষায়,
মানুষটা ভাঙা বলে!
গড়ার কথা ভাবতে ভাবতেই
তলিয়ে গেল অতলে।
দূর হতেই হাতছানি লোকটার
অতৃপ্ত কণ্ঠিমালার।