তাকেই বল দাও যে যাকে ব্যাটেতে বেশ ভয় পায়,
কি ভাবো বল তো? বিছানার নীচে থাকলেই, ইস্ত্রি?
ভালো ভালো শব্দ জুড়লেই কি কবিতা হয়ে যায়?
যদিও জানি অর্থ পুরস্কারগুলো অনর্থ ডেকে আনে,  
তবুও কলমের গুরুত্বই যে শেষকথা, মনে  রেখো।


এখন কেউ বড়সড় টুপিও চায় না মাথাটা ঢাকতে,
গয়ংগচ্ছে বিশ্বাসীর বোলচালেই - চোখে অন্ধকার,
সত্যি বলতে কি, বানপ্রস্থে পা বাড়িয়ে দলে দলে...
ফালতু চিন্তাই বা কেন? ঘাটের পথ তো খোলাই,
শুধু তোমার একার অপেক্ষায় দাঁড়িয়ে পুস্পক রথ।