এগিয়েছি অনেকবার
একটা বাগান গড়বো বলে,
ফুল ফলে ভরতি বাগান,
উড়বে লাল-নীল প্রজাপতির দল
ভোরের বেলায়...


দুপুর রোদে একটু ঘুম
মাঠের হয়রানির শেষে,
মৃদুমন্দ পাতায় দে দোল দোল,
ঝিমঝিম খিদের তাড়না
তপ্ত হেলায়...


চামচিকে চারদিকে
সান্ধ্য আশ্রয়ের ঘোরে,
অনবরত ঝিঁঝিঁর গান,
কড়ি ছাড়াই জোনাকবাতি
বাগান জ্বালায়...


ভাবনার মাঝেই নোটিশ
কার বাগান কে সাজায়!
কেউ তো রইবে না,
এরা আমাকেও যে ভাড়াটিয়া
বলেই চালায়...