ভোরের হাওয়া অপেক্ষায় ছিলো।
ঘরের মধ্যে ভীষনই গুমোট,
স্বপ্নকন্যা দখলে ক্লান্ত শরীর।
কেউ কি আছো? জানলাটা খোলো!
কেউ এলো না। আমি ডুবে গেলাম।


প্রতিদিনের এটাই এক চিত্র।
আর কতদিন এভাবে চলবে?
কখনো কি কেউ ফিরে দেখবে না?
ভ্যাপসা গরমে প্রাণ আনচান,
তবু জানলা খোলার শক্তি কই?


আজ প্রথম দেখলাম একজন,
অচেতন ঘুম ভাঙিয়ে ডাকলো,
বললে, "ওঠো,জাগো,সময় হলো।"
তার ডাকে উঠে হাওয়া নিলাম,
প্রাণ ভরে দখিনা মুক্ত বাতাসে।


মাতাল হাওয়া বলে, "ওকে চেনো!"
দেখি, আমি সেই শুয়েই রয়েছি।
তবে এই আমি কে? হাওয়া বলে,
"এতদিন ঘুমিয়ে যাকে খোঁজ নি-
জেগে আজ তুমি, দেখছ তাকেই।"


হাওয়া ভেসে চলল এক সাথে ...