দখিনা বাতাস উতলা আমায় ক'রো না,
আশার স্বপন আমায় ভুলতে চেয়ো না,
জানোনা কি কাল বলেছে সে ভালবাসবে।


এক দোল যায়           দোলা সে লাগায়  
           জাগায় রঙ এই মনে,
ঝড় ঝাপটায়                   মনটা মাতায়
          হাওয়া দেয় মন কোণে,
রঙিনে রাঙানো                  সীমন্ত যেন
        জ্বলছে, চেয়ে কি দেখোনি?
ঝড়েতে ভাসানো           বুকে তবু কেন
          দুখের দীপ তা ভাবো নি।
বলবো তবুও প্রিয়তমা দূরে থেকো না,
কথা যে দিয়েছে এই দুচোখেই ভাসবে।


কোন শুভক্ষণে                শুধু দুইজনে
           মিলেছি সে কথা ভাবি নি,
মধুর লগনে                  রেখেছি যতনে
          স্মৃতি মালিকা, গেঁথে নি।
নেই তুমি আর             মালাটি তোমার
           নিয়ে বসে আছি যতনে,
বাসরের রাতি                  মধুময় তিথি      
              রবে চিরদিন স্মরণে।    
তাই অনুরোধ বাতাস উতলা ক'রো না,
স্মরণীয় দিনে আবারো কাছেতে আসবে।