পড়ন্ত এ বিকেল বেলা,
নীলাম্বরে মেঘের ভেলা।
ওপারে রবি অস্তাচলে,
এপারে বসে নদীর কূলে।
সিঁদুর রাঙা বাহারি রঙে
বাঁধা দু'তরী দুমুখো টানে।


দূরে বলাকা যাচ্ছে উড়ে,
জানিনা কোন অচিন পুরে।
মনের ঝড়ে অশ্রু ঝরে,
তবুও গতি কাঙাল করে।
দুজনে ঠিক বেঠিক পথে,
হিসেব ছাড়া আপন খাতে।


সন্ধ্যা নামে নদীর বুকে,
কূলেই থাকি সজল চোখে।
প্রেমের মালা কুড়িয়ে নিয়ে,
যাত্রা পথ রাখি গুছিয়ে।
আর কী ফেরে সোনার তরী,
আজো তা বসে হিসেব করি।