সাগর,আকাশ কিম্বা মাটিও
ইচ্ছেমতই ভাগ করা,
একটু রাগ বা ঝগড়াঝাঁটিতো
দেশবিদেশের মন গড়া...


যুদ্ধ বিবাদ কূটনীতি চালে
উপর মহল তাক করে,
লাভের মধ্যে দুস্থরা জালে
সাধারণভাবে ভুগে মরে...


এখনো বাতাসে নেই ভাগ দায়
আপন খেয়ালে পাখি ওড়ে,
খাঁচার পাখিরা খোলা হাওয়ায়
বিশ্বাস পেলে, দেহ দূরে...