বেদন ভরা বছরটাকে ঝোলায় পুরে রাখো,
ভৈরোরাগে পুবে ওই লাল দিগন্তটা দেখো।


সময় আছে বছরভোর বাঁচার লড়াই লড়ো,
কিছু করার এই সময় কিছু পেতেও পারো।


হতাশ মনের পাশে থেকে কিছু বল যোগাও,
আঁধার যায় আসে আলো এটা তো বোঝাও।


মনে রেখো সময়গুলো সাজানো কঠিন কাজ,
রইবে কপট রইবে সাধু ভয় কি আছে আজ?


দুধের থে‌কে মাখন তুলে একটু চেখে দেখো,
লাগবে ঠিক পালে হাওয়া হালটা ধরে থেকো।


অস্ত যায়না তারারা কখনো সুস্থ হবে তা বলে,
আজকে তবে কেন বন্ধু হাল ছেড়ে যাও চলে?


যে ভাবে হোক বছরটাকে করতে হবে সেরা,
ধ্বংস ছেড়ে রক্ষা কবচ, আবার পথে ফেরা।