কদিন হলো মনটা আমার
লাগছে না আর ভালো,
কাজের আগেই উল্টোপাল্টা
ধাক্কা হাজির হলো।


এই সেদিনও বেসুরো গান
যেই না গাইতে গেছি,
শাসন করলো ছেলে আমায়
'চুপ করো মা, বাঁচি।'


রান্নাঘরে মাংস রেঁধে
খাবার বাড়তে গিয়ে,
ডবল ঝালের ফাঁদে পরে
জল ঝরে চোখ দিয়ে।


ভুলের হিসেব বাড়ছে রোজই
নজরদারি শক্ত,
কেউ গুটি পায় এগিয়ে এলে
হতাম পরম ভক্ত।