পথে দেখি ফুলকি
খোলা ছিলো চুল কী
দেখালো যে ভেলকি
ভূতে তাকে ধরলো,
লিকপিকে ওঝাটা
কাঁধে তার বোঝাটা
দেখাচ্ছে মজাটা
ভূতে তাও দেখলো।


লঙ্কা পোড়া ঝাঁঝটা
সাথে মুখে ঝামটা
নাচে শুধু খেমটা
মাঝে বসা ফুলকী,
দুমদাম ওই মন্তরে
ভূত বুঝি অন্তরে
দেখে তার যন্তরে
উঠেছে যে দুলকি।


অশান্তি করাতে
বুড়ো বট তলাতে
ডাল ভেঙে পালাতে
ভূতকে ওঝা বল্লো,
ঝাড়ু যায় আশ্বাসে
দেখি এক নিঃশ্বাসে
সবাকার বিশ্বাসে
ডালটা ভেঙ্গে পড়লো।


ফুলকী আছে ঘোরে
ওঝা বল্লে,"ওরে
গরম দুধটা দে রে
ভয় কি? যাবে সেরে",
সবে বসে দেখলো
মেয়ে উঠে বসলো
হাঁফ ছেড়ে বাঁচলো
যারা সব ভীড় করে।