ছলছল নয়ন তোমার ঢেকে দাও ওগো আঁচলে,
করো নাগো কালো রাঙামুখ নয়ন ভরা কাজলে।।


পূর্ণিমাচাঁদ উঠেছে গগনে,
বিদায় নেবার এ শুভ লগনে,
অন্তরে মোর ব্যথার বাঁশরী নাই বা তুমি বাজালে।
করো না কালো রাঙা মুখ দুনয়ন ভরা কাজলে।।


এসেছে তলব যেতে যে হবে
দেরী হলেই বেলা বয়ে যাবে
পিছুটানে থামিয়ো না মোরে
আজ যেতে হবে দূর বহুদূরে
বৃষ্টিধারায় এ হৃদি আমার নাইবা তুমি ভেজালে।
করো নাগো কালো রাঙা মুখ নয়ন ভরা কাজলে।।


২৯/৭/১৯৭৪
আগড়পাড়া