রত্নমনি   সম্ভারিত    বঙ্গ   জননীরে
অলঙ্কার,  বর্ণচ্ছটা,  ছন্দরাগে  ঘিরে
সজ্জিত করিলো প্রাণ। এক পূর্ণ জ্যোতি
অন্তর  গর্জনে জ্বালে শৃঙ্খলিত বাতি -
আলোক রঞ্জিত।  দীন-পরাধীন টানে,
উৎসর্গ  করে  প্রাণ স্বাধীন গগনে।
বিদ্রোহের প্রজ্বলিত শোভা  বহ্নিশিখা
দীপ্তিময় বিদ্রোহীর - শিরে যায়  দেখা।


হুহুঙ্কারে  ভরে পৃথ্বী! যেন  ঝঙ্কারিয়া
বিদ্রোহের  বানী  গেল শুধু  নিরখিয়া
নিঃশব্দে নীরবে; কী বা যত্নে তাঁর বীজ
হয়েছে  লালিত, কী বা কষ্টে সরসিজ
ফুটন্ত সলিলে। তাঁর সে বিদ্রোহী মন
অবশেষে  শিশু সম  মুদিল নয়ন।