বহুপথ   অতিক্রমী  সীমান্ত  কিনারে
বসে একা।  পেছনের  ক্লান্ত  দীর্ঘপথ
এখন আর ডাকেনা। এগিয়ে তাকালে
ক্ষতের  সব পথই  আচ্ছাদনে  ঢাকা।
আতঙ্কিত  জীবনের  গল্প, অসহায়...
এ  কোন করুণ  দশা! মুক্ত পারাবার
আর  কতদূরে?  আজো চিন্তামনি শুধু
আবিষ্কার  বিনিময়ে;  রয়েছে  উন্মুখ।


কালের  কালপুরুষ   সীমানা   প্রহরী!
একদিনের  অপেক্ষা,  বছরের  দোরে
ছুঁড়ে  দেবে  প্রতীক্ষিত জীবন আমার।
হিসেবের কড়ি যেন  কিছুই  মেলে না,
গুটিকয়েক  পাঠের  অযোগ্য  কবিতা
গুছিয়ে  ঊর্ণনাভের  জাল  বুনে  যাই।


***********************


***আজ ৩রা কার্তিক, আমার জন্মদিন।
সাধারণত ২১শে অক্টোবর হলেও এবার
২০শে অক্টোবর এ দিনটা পড়েছে। তাই
এই নিবেদন আজই পোস্ট করলাম।