মেঘলা এলো প্রণাম সারবে বলে, দরজায়।
উত্তরণ নবদোলায় নতুন পদক্ষেপ,
এতদিনে খেয়াল হলো আজ সেও তার পোশাকে,
সেথা গুরুগুরু গর্জনে জাগরণের হদিস।


জলের মধ্যেই দেখেছি সংসারে ফাটল,
খড়কুটো সন্ধানে যাত্রার নতুন প্রয়াশ,
স্বভাবতঃই নিজেকে তারমাঝে সঁপে দিয়ে,
খুঁজেছি ইতিহাসের মলিন হওয়া পাতাগুলো।


উত্তর পাই নি, তা নয়। নয়া জীবন এগিয়েই...
এখানেও কী ভারী হাওয়ার, জেনারেশন গ্যাপ?
এবার হাত বাড়িয়ে দিল, প্রত্যুত্তরে আমিও ...
অন্তরেতে জলে ভরা আবেগের  সুখস্মৃতি।


মেঘলা পেল বাংলার পথ... বিশ্ববাংলার পথ...


@ আমার ভাইঝি ব্রতশ্রী বিশ্ববাংলা পত্রিকায়
সাংবাদিক হিসেবে যোগদান করলো। তাকেই
মেঘলা নামে চিহ্নিত করে, এই লেখা।