পাষাণ মনে                অশ্রু কোণে
           দিয়েছো এক নদী,
নদীর স্রোতে              আকুল হতে
            শিক্ষা জন্মাবধি।


তোমার দেওয়া       আকাশ ছাওয়া
              শ্রাবণ ঘনঘটা,
মনের ভুলে             জানলা খুলে  
            হঠাৎ বেড়ে ওঠা।


কখ‌নো দিন           তুলোয় রঙিন
          সাদা কাশ-আকাশে,
কখ‌নো বাহার           বসন্তে আর
           কৃষ্ণচূড়ার আশে।


মরুদ্যানে                আপন মনে
            মরীচিকার ত্রাসে,
দহন মাঝে            শোভন রাজে
              অনন্ত বিশ্বাসে।


ভালোবাসা             ভাসায় ভাষা
        চোখের কোণে থাকে,
অভিমানী                    চিরঋণী
       তাইতো তোমায় ডাকে।