পাহাড় চূড়োয় থাকা ভালোবাসা,
ছিলো অমর অক্ষয়,
সংশয় আসেনি এতটুকু।


একসময়ে তাও হলো এককে গভীর,
মনে তখন ঝড়ের পূর্বাভাস,
বিশ্বাসের চাবিকাঠিতে হাত পড়লো।


ঘষতে ঘষতে একসময়ে দেখি
ক্লান্ত হয়েছে ওই জীবন রাবার,
দাগ মুছলো না একটুও।


ছবিতে ধরবার চেষ্টাও চললো,
নেগেটিভও হতাশ করে সবই মুছে দিলো।
আসলে ছবিতে সবটুকু ধরা দেয়না,
যেমন চোখের জল...


আবারও নতুন করে তাস বাটলাম,
নতুন প্যাকেটে,
নতুন গোলাম বিবি,
কিন্তু সে সবই তাসের নয়ছয়।


আজ বুঝি ধ্রুবসত্য একটাই,
ভালোবাসা অমর অক্ষয়!
আবারও কিন্তু পাহাড়ের পাদদেশে...