বিশ্বাস বিলোবার সুযোগ এসে গেলেই
এক পা নিজের মতোন বাড়িয়ে দেখি
অন্য পা'টা যেন টানছে পিছনে, এ কী!


গৃহীমনেও বুঝি শুধু একবার ঝাঁপালেই,
সেও নেহাত কম চেনেনা এই অধমকে,
আহত হই, স্টাটাসটা অপরিচিত বাঁকে।


সন্তবেশে খুঁজেছিলাম এক চরণ স্মরণে!
চর্বচোষ্যে ভক্ষিত হই তিতিক্ষার খোঁজে,
পা ফস্কালে অতলে ভালই গেলাম বুঝে।


এরপর কি করে বিশ্বাস রাখবো যতনে?
উড়িয়ে দেব সাধারণ এক ফানুস ভেবে!
সতন্ত্র মানুষ, চিন্তাধারা,খাপছাড়া তবে ...


কখনো বুলডেজার দাপট সাড়া না মানে।
তাই আজ,এক পৃথিবী বিশ্বাস জমিয়ে
বসে আছি কালস্রোতেই মুখটা ঘুরিয়ে ,


কারো হাতযশে, যদি গলে একটুও....