প্রজাপতিটা আপন মনেই ঘুড়তো,
শব্দের বাগান জুড়ে এদিকে ওদিকে।
উচ্ছলতায় ঘাটতি দেখিনি কখনো,
অনেক বাঁধা টপকে টপকে উড়ন্ত।


পাতায় নেমে দেখলো এক নিশানা,
কেউ বোধহয় খুঁজে হয়রান ওকে।
বার কয়েক ডাকের পরে সাড়া দিল,
এক ছায়াতল চেয়েছিল হয়তো বা!


ঝড় গতিতে চলে , রঙ পাখাতে ওড়ে,
কখনো আঁছড়ে পড়ে বুকভরা লালে।
কে কাকে নিজের করে নিজেও জানে না,
ভাবতে পারো, কোন ভাসা ভাস্বর হয়?


হারানোর সুখে সুখী কেউ তো করে না।
একজন হারিয়ে গিয়ে আজ অতীতে,
বর্তমান নিয়মিত দূরে বর্তমান,
তাই আমিই রঙিন পাখপাখালি জুড়ে।


পারো? বললে মনে হয় অনেক পারি,
রাখো! বললে মন বলে এবার রাখি,
এমনি করেই ডুবে ভেসে পাশাপাশি!
একমনে দুটি মনে এক হয়ে থাকি।